সর্বশেষ গাজী শুভ্রর বিউটিফুল বাংলাদেশ দেখার পর আরো একটি ভিডিও ভিশন ভালো লাগল। অনেক অনেক ভালো। এককথাই আউটস্টান্ডিং! জয় বাংলা ভিডিও গানটি দেখে আপনারও এমন মনে হবে। যদি না পক্ষপাত দোষে অতি দুষ্টু না হয়ে থাকেন।
আমরা বিদেশীদের তৈরি করা উচু মানের ডকুমেন্টারি, বিজ্ঞাপন, ভিডিও এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আর এগুলো দেখার পর নিম্ন বা মাঝারি মানের কোন কাজ আমাদের কাছে ছাবলামি মনে হয়। কোয়ালিটি নিয়ে সমালোচনার ঝড় তুলি। যদিও নিজে তৈরি করে দেখাতে গেলে আবারও সেই ছাবলামিই তৈরি হয় বেশিরভাগ সময়। কিন্তু কখনও কখনও তার ব্যাতিক্রমও দেখা যায়। গাজী শুভ্রর ভিডিওটি ছিল এমন একটি সৃষ্টি। অনেকদিন পর এমন কিছু কাজ দেখলাম জয় বাংলায়। জয় বাংলা স্লোগানের যে ধার তার সম্পূর্ণ অংশই অক্ষূন্য রয়েছে এই ভিডিওটিতে।
জয় বাংলা গানের সম্পূর্ণ কথা নিচের অংশে:
আবারো ভোর, আবারো অপেক্ষায়
আবারও জেগে ওঠো এখনই সময়।
আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে
আবারও ঝাঁপ দেবে এমন নিরুপায়।
জানি এই পৃথিবী, স্বাধীনতার ছবি
আঁকা আমাদেরই হাতে
দেখেছে এই দেশ, নতুনের বেশ
শত আলোর ভরা রাতে।
তাই গর্জে উঠো আবারো
পেছনে ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো।
তাই গর্জে উঠো আবারো
পেছনে ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো।
সময়ে লাগাম ধরে বাড়ো
সময়ে লাগাম ধরে বাড়ো।
আমার দেশের মাটির মানুষ, পলি মাটির মন
অনেক আশার পথ চেয়ে আছে সারাটা জীবন।
দেবনা নিবতে ওদের আশার আলো
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো।
তাই গর্জে উঠো আবারো
পেছনে ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো
সময়ে লাগাম ধরে বাড়ে
সময়ে লাগাম ধরে বাড়ো।
শোন একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবরের বরের কণ্ঠ
স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাশে উঠে রঙ্গিন।
বাংলাদেশ আমার বাংলাদেশ।
সংগ্রাম পরিশোধ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
জয় বাংলা বাংলার জয়...
প্রসঙ্গ :